অধ্যক্ষের বায়ো-ডাটা
*নাম ঃ মোঃ মুজিবুর রহমান
*পিতার নাম ঃ মৃত আলহাজ্ব আফছারুদ্দীন মুন্সী
*মাতার নাম ঃ মৃত মোসাম্মৎ মরিয়ম বেগম
*স্থায়ী ঠিকানা ঃ গ্রামঃ রামের দিঘীরপাড়, পোঃ মধ্যনগর, উপজেলাঃ দেবিদ্বার, জেলাঃ কুমিল্লা।
*বর্তমান ঠিকানা ঃ অধ্যক্ষ
রেহানা মজিদ মহিলা কলেজ, হোমনা, কুমিল্লা।
*ধর্ম ঃ ইসলাম জাতীয়তা ঃ বাংলাদেশী
জন্ম ঃ কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ১৪নং সুলতানপুর ইউনিয়নের রামের দিঘীর পাড় গ্রামে
১৯৬৯ সালের ৩০শে আগস্ট জন্ম গ্রহন করেন।
শিক্ষাগত যোগ্যতা:
পরীক্ষার নাম সন প্রাপ্ত বিভাগ/শ্রেণী বোড/বিশ্ববিদ্যালয়
এস.এস.সি ১৯৮৪ খ্রিঃ প্রথম বিভাগ কুমিল্লা বোর্ড
এইচ.এস.সি ১৯৮৬ ” দ্বিতীয় বিভাগ কুমিল্লা বোর্ড
বি.এস.সি (সম্মান) ১৯৮৯ ” দ্বিতীয় শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়
এম.এস.সি (গনিত) ১৯৯০ ” প্রথম শ্রেণী ঢাকা বিশ্ববিদ্যালয়
*কর্ম অভিজ্ঞতা ঃ ৩০/০৫/৯৫ইং তারিখে গনিত বিষয়ে প্রভাষক হিসাবে বাঁশকাইট ব্যরিষ্টার রফিকুল ইসলাম মিঞা ডিগ্রি কলেজ, মুরাদনগর কুমিল্লায় যোগদান করে ০৭/১০/২০০০ খ্রিঃ এ সহকারী অধ্যাপক হিসাবে পদোন্নতি পেয়ে উক্ত প্রতিষ্ঠানে সহকারী অধ্যাপক (গনিত) হিসাবে ১৪/১০/২০০৯খ্রিঃ পর্যন্ত কর্ম সম্পাদন করেন। এ ছাড়া ২৪/০৭/২০০১ খ্রিঃ থেকে ১৮/০৫/২০০৩ পর্যন্ত বাঁশকাইট বি.আর.আই এম ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন । ১৫/১০/২০০৯ খ্রিঃ তারিখে রেহানা মজিদ মহিলা কলেজ হোমনা, কুমিল্লায় অধ্যক্ষ হিসেবে যোগদান করে অদ্যবদী উক্ত পদে কর্মরত।
*প্রশিক্ষণ ঃ নট্রামস, বগুড়া থেকে ১৯৯৮ সালে কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, এইচ,এস,টি আই কুমিল্লা থেকে শিক্ষক প্রশিক্ষক কোর্স ২০০০ এ সাফল্যের সাথে এবং রিফ্রেশান ট্রেনিং কোর্স এ অ+ গ্রেডে উত্তীর্ণ হন। এ ছাড়া ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ রক্ষণা বেক্ষন ও পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্স ২০১৭ সাফল্য সাথে সমাপ্ত করি।
*সাফল্য ঃ ১৯৭৮ সালে প্রাইমারধী বৃত্তি ১৯৮১ সালে জুনিয়র বৃত্তি, এস.এস.সি পরীক্ষা ১৯৮৪ সালে বৃত্তি প্রাপ্ত নম্বর ও ১৯৯০ সালে এম.এস.সি (গনিত) এ প্রথম শ্রেণীতে উর্ত্তীণ হই।আমার দক্ষতা ও কর্ম পরিচালনায় রেহানা মজিদ মহিলা কলেজটি শিক্ষা, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে উপজেলা ও জেলা পয্যায়ে বিশেষ কৃতিত্ত্ব অর্জন করে। ২০১৫ সালে রেহানা মজিদ মহিলা কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান হিসাবে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হই।
*উদ্দেশ্যঃ সমাজের অবহেলিত নারী সমাজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে নারীর প্রতিনিধি বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশ গ্রহন ও শিক্ষা-দীক্ষা সাহিত্য সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ডিজিটাল বাংলাদেশ বিনির্ম্মানে নারী সমাজকে জাগ্রত করে গড়া তোলাই মূল লক্ষ্য।
(মোঃ মুজিবুর রহমান)
অধ্যক্ষ
রেহানা মজিদ মহিলা কলেজ
হোমনা, কুমিল্লা।