নিরিবিলি, নিরাপদ ও মনোরম পরিবেশে এতদ অঞ্চলের শ্রেষ্ঠ স্বতন্ত্র নারী শিক্ষার একমাত্র প্রতিষ্ঠান।
নয়নাভিরাম একাডেমিক ভবন, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ১৩ টি মাল্টিমিডিয়া ক্লাস রুম, মানসম্মত আইসিটি ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব।
সমৃদ্ধবিজ্ঞানাগার - পরিপূর্ণ লাইব্রেরীতে অধ্যয়নের সুযোগ।
অভিজ্ঞ, মেধাবী ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-মন্ডলী দ্বারা অধ্যয়নের ব্যবস্থা।
একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করে নির্দিষ্ট সময়ের মধ্যে টিউটোরিয়াল, সেমিস্টার, সমাপনী, নির্বাচনী পরীক্ষা গ্রহণ এবং তার ফলাফলের ভিত্তিতে
পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিষয় ভিত্তিক সুনির্দিষ্ট লেকচার প্ল্যান সমেত লেকচারশীঠ প্রদান।
আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার পরিপূর্ণ বিকাশ ঘটানো, তাদেরকে বর্তমান যুগোপযোগী করে গড়ে তোলার মানসে নিয়মিত সভা, সেমিনার ও প্রতিযোগীতার আয়োজন করা হয়।
শিক্ষার মানোন্নয়নে অভিভাবকসহ শিক্ষা হিতৈষী ব্যক্তিবর্গের মতামত এবং
শিক্ষকগনের শিক্ষা প্রদানের দক্ষতা মূল্যায়নের জন্য শিক্ষার্থী ,অভিভাবকবৃন্দের
মতামত গুরুত্বসহকারে বিবেচনা করে কার্যকর নীতি গৃহীত হয়।
ভাল ফলাফল ও পড়ালেখার প্রতি ছাত্রীদেরকে উৎসাহিত করার লক্ষ্যে প্রত্যেক পরীক্ষার পর মেধাবী ও দরিদ্র ছাত্রীদের আকর্ষণীয় পুরস্কার, বৃত্তি, উপবৃত্তি প্রদান, আবাসন সুবিধা ও বিনামূল্যে বই প্রদান, আর্থিক সুবিধাসহ বিভিন্ন
সুযোগ সুবিধা প্রদান করা হয়।
প্রতিটি সেশনে বিভাগ ভিত্তিক ২০/২৫ জনের এক একটি গ্রুপ করে প্রতিটি গ্রুপে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়। তত্ত্বাবধায়ক ছাত্রীদের ছবিসহ একাডেমিক ফাইল সংরক্ষণ করে তাদের উপস্থিতি পাঠ্যকার্যক্রম, পরীক্ষা, সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণসহ সংশ্লিষ্ট ছাত্রীদের বাড়ি/ হোস্টেল পরিদর্শনের মাধ্যমে পড়ালেখার খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে।
দুর্বল ছাত্রীদের মান উন্নয়নের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা গ্রহণ, এইচ.এস.সি পরীক্ষার পূর্বে বিশেষ কোচিং ও ২টি পূর্ণাঙ্গ মডেল টেস্টের মাধ্যমে ভাল ফল লাভের উপযোগী করে গড়ে তোলা হয়।
অত্র কলেজ পাঠ সমাপনের পর উচ্চ শিক্ষা গ্রহণে বুয়েট, মেডিকেল ও খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সাফল্য লাভের সহায়ক উপযোগী পাঠ্যকার্যক্রম পদ্ধতির ব্যবস্থা নেওয়া হয়।